শুক্রবার সকাল ৯টা ৪৫ নাগাদ পিস ওর্য়াল্ড থেকে সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ বের করে রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হয়। ১০টা ১৩ মিনিটে পঞ্চায়েত মন্ত্রীর মরদেহ নিয়ে রবীন্দ্রসদনে পৌঁছায় শববাহী শকট। প্রায় এক সপ্তাহ এসএসকেএমের(SSKM) আইসিসিইউতে(ICCU) ভর্তি থাকার পর বৃহস্পতিবার রাতে মারা যান পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
কালীপুজোর রাতে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় 'না ফেরার দেশ'-এ চলে গেলেন। দীর্ঘদিনের রাজনৈতিক সুব্রতর এই প্রয়াণে প্রবল ধাক্কা লাগল বঙ্গ রাজনীতির অন্দরে। শুধু পঞ্চায়েত দপ্তর নয়, বাম আমলে মাত্র পাঁচ বছর কলকাতা পুরসভার দায়িত্ব নিয়ে আমূল বদলে দিয়েছিলেন শহরের।
একসময় যে প্রিয়-সুব্রত-সোমেনের জুটি বাংলার রাজনীতিতে বারবার উঠে আসত, সেই বৃত্ত সম্পূর্ণ করতেই বোধহয় প্রিয়রঞ্জন, সোমেনের পর চলে গেলেন সুব্রত।