কলকাতা পুরসভা নির্বাচনে (KMC Election 2021) সিপিএমের হয়ে ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল (TMC)। এমনই অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
বালুরঘাটের সাংসদের দাবি, বিজেপিকে রুখতেই পরিকল্পনা করে এই কাজ করেছে সিপিএম (CPM) এবং তৃণমূল। উদ্দেশ্য, বিরোধী ভোট ভাগ করা।
সুকান্ত মজুমদারের দাবি, ‘পরস্পরের পিঠ চাপড়াচ্ছে বাম ও তৃণমূল। বিধানসভা নির্বাচনে ‘নো ভোট ফর বিজেপি’ বলে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করেছিল বামেরা। তার প্রতিদান হিসাবে এবার তৃণমূল বামেদের সাহায্য করেছে। যে সমস্ত বুথে ছাপ্পা হয়েছে সেখানে তিনটে ছাপ্পা তৃণমূলে দিলে দুটো একটা করে সিপিএমেও পড়েছে।
তিনি বলেন, কে বিরোধী এই নিয়ে রাজ্যে পরিকল্পনামাফিক ধোঁয়াশা তৈরির চেষ্টা চলছে। যাতে তৃণমূল বিরোধী ভোট ভাগ হয় এবং তৃণমূল সহজেই ক্ষমতায় আসতে পারে। গ্রামে গঞ্জে যখন ভোট হবে তখন বুঝতে পারবেন আসল বিরোধী কে’।