পেট্রোল-ডিজেলে শুল্ক(VAT) কমানো নিয়ে তৃণমূল(TMC) সরকারের ওপর চাপ বাড়ানোর উদ্যোগ বিজেপির (BJP) । চাপ বাড়াতে সোমবার পথে নামছে রাজ্য বিজেপি। মিছিলে নেতৃত্ব দেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, "বিজেপিকে যে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভয় পান, তা দেখে ভালো লাগছে। এই কারণেই বিজেপির মিছিল বের করতে দেওয়া হচ্ছে না। এটা ভালো খবর। আমরা আগামীদিনে লড়াই জারি রাখব।"
BJP Strike: জ্বালানি তেলের ভ্যাট কমানো নিয়ে প্রতিবাদ, সদর দফতরের সামনেই বিক্ষোভে বিজেপি নেতৃত্ব
বিজেপি(BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আরও বলেন, শাসকদলের(TMC) কোনো বিধায়ক বা মন্ত্রী যখন কোনো মিছিল-মিটিং করতে চান, সে ক্ষেত্রে করোনাবিধি শিকেয় ওঠে। কিন্তু বিরোধীরা যখনই পথে নামতে চান, তখনই তৃণমূল সরকার বাধা দেয়। এর পাশাপাশি তাঁর অভিযোগ রাজ্য পুলিশ-প্রশাসন কার্যত তৃণমূল(TMC) সরকারের দলদাসে পরিণত হয়েছে।
মুরলীধর সেন লেনের রাজ্য পার্টি অফিসের সামনে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন রাজ্য বিজেপির(BJP) নেতারা। মোতায়েন হয়েছে প্রচুর পুলিশ। যদিও মিছিলে পুলিশের অনুমতি মেলেনি। তবে অনড় বিজেপি নেতৃত্ব।