প্রায় ১১০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন 'জাওয়াদ' (Cyclone Jawad)। তা নিয়ে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বন্ধ করে দেওয়া হয়েছে সুন্দরবন (Sundarbans)। ফেরি চলাচলের ওপরেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। শনিবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। যে পর্যটকরা (Tourists) সুন্দরবনে ছিলেন, তাঁদের ভুটভুটি ও লঞ্চের মাধ্যমে নিয়ে আসা হয়েছে নিরাপদ জায়গাতে।
সেই লঞ্চগুলিকে এখন বেঁধে রাখার কাজ চলছে কাছি দিয়ে। সুন্দরবনের মাতলা নদীতে সেই ছবি দেখা গেল শনিবার সকালে।