সুন্দরবনে (Sundarban) রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) গণনা শুরু করল রাজ্যের বনদফতর। ৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে বাঘ গণনার কাজ। গতবার গণনায় বাঘের সংখ্যা ছিল ৯৬টি। এবার বাঘের সংখ্যা বাড়বে বলে আশাবাদী বনদফতর (Forest Department)।
প্রথম এক মাস সুন্দরবন টাইগার রিজার্ভের (Sundarban Tiger Reserve) জঙ্গলে ক্যামেরা বসানো হবে। তারপর সেই ক্যামেরা থেকে পাওয়া ফুটেজ নেওয়ার পর আবার আগামী একমাস সুন্দরবনের বাদা বন ও জঙ্গলে বসানো হবে ক্যামেরা। এভাবে দুমাস ধরে চলবে বাঘগণনার (Tiger Population) কাজ। জানালেন সুন্দরবন টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টর তাপস দাস।
আরও পড়ুন: টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, সুন্দরবনের নদীবাঁধে নজরদারি প্রশাসনের
সুন্দরবনে এখনও পর্যন্ত ১২ দিনে মোট ১১১০টি ক্যামেরা বসানো হয়েছে। গোটা সুন্দরবন এলাকাকে গ্রিডে ভাগ করে বসানো হচ্ছে ক্যামেরা লাগানোর কাজ। মোট ৭৪৮টি গ্রিডে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রিডে দুটি করে ক্যামেরা বসবে। প্রত্যেক গ্রিডকে ২ স্কয়ার কিলোমিটার হিসেবে ভাগ করা হয়েছে।