শনিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের(President Ramnath Kovind) হাত থেকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন(Major Dhyan Chand Khel Ratna) পুরষ্কার পেয়েছেন সুনীল ছেত্রী(Sunil Chhetri)। রবিবার ট্যুইটারে সেই পদক নিয়ে এক আবেগী পোস্ট শেয়ার করলেন ভারত অধিনায়ক(Indian Captain)। ঐ পদক উৎসর্গ করেছেন দেশের প্রতি।
তিনি লিখেছেন, "আমার এই পদক আমার পরিবার ভারতীয় ফুটবলের প্রতি। এই পদক আমাদের সবার, যাঁরা আমাদের ফুটবল খেলাকে ভালবেসে আমাদের সমর্থন করেছেন। আমি কৃতজ্ঞ সম্মানীয় রাষ্ট্রপতি, ক্রীড়ামন্ত্রক এবং কমিটির প্রতি, যাঁরা আমাকে এই সম্মানের যোগ্য মনে করেছেন।" এর পাশাপাশি তিনি আগামীতে আরও কঠিন পরিশ্রম করবেন, তাও জানিয়েছেন।
VVS Laxman: NCA প্রধান হলেন ভিভিএস লক্ষ্মণ, দ্রাবিড়ের পরিবর্তে যোগ দেবেন তিনি
তিনি দেশের প্রথম ফুটবলার, যিনি দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানে ভূষিত হয়েছেন। নিয়ম অনুযায়ী খেলরত্ন(Khel Ratna) প্রাপকের হাতে একটি পদক ও মানপত্রের সঙ্গেই তুলে দেওয়া হয় নগদ ২৫ লক্ষ টাকা। ইতিমধ্যেই আন্তর্জাতিক ফুটবলে ১৬ বছর কাটিয়ে ফেলেছেন সুনীল(Sunil Chhteri)। ২০০৫ সালের ১২ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের(Pakistan) বিরুদ্ধে দেশের জার্সিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অভিষেক করেছিলেন ২০ বছরের সুনীল(Chhetri)। আর তারপর থেকে সুনীলের বিজয়রথ এগিয়ে চলেছে দুরন্ত গতিতে।