ত্রিপুরায় তাঁর গাড়িতে হামলায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানালেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তৃণমূল সূত্রে খবর, দলের রাজ্যসভার সাংসদ ত্রিপুরার ডিজিপিকে এই দাবি জানিয়ে চিঠি লিখেছেন। চিঠিতে তাঁর অভিযোগ, গত ২৩ অক্টোবর আমতলি বাজার এলাকায় তৃণমূলের কর্মী সমর্থকদের ওপর হামলা চালানো হয়। যারা হামলা চালায়, তাদের নাম পুলিশকে জানানো হয়েছে। কিন্তু তারপরেও এখনও অবধি কেউ গ্রেফতার হয়নি।
শনিবার ত্রিপুরায় তৃণমূলের প্রচার কর্মসূচিতেই ভাঙচুর করা হয় তৃণমূলের গাড়িতে। আক্রান্ত হন এক তৃণমূল কর্মী।।সুস্মিতা দেবের নেতৃত্বে পশ্চিম ত্রিপুরায় চলছিল "ত্রিপুরার জন্য তৃণমূল" প্রচার। আমতলি বাজারের কাছে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় সুস্মিতা দেব নিজে আহত হয়েছেন। এই হামলার পরে শুধু গাড়ি ভাঙচুরই নয়, সুস্মিতা দেবের ব্যাগ ছিনতাই করা হয়। এই হামলায় সুস্মিতা দেবের ডান হাতে চোট লাগে।