নন্দীগ্রামে দাঁড়িয়ে ফের তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।
বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুনের ঘটনায় তৃণমূলের আরও ১১ জন নেতাকর্মী জেলে যাবেন। বুধবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে লক্ষ্মীপুজোর এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মন্তব্য নিয়ে পাল্টা আক্রমণ করেছে তৃণমূলও। তাদের অভিযোগ, রাজনৈতিক স্বার্থপূরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে।
কিছুদিন আগেই নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, দেবব্রত মাইতির খুনিদের সিবিআই ডাকছে। হলদিয়া যাচ্ছে আর আসছে। ১২ জন ভিতরে ঢুকবে। মহালয়ার দিন সোনাচূড়ায় এই হুমকি দিয়েছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
BJP: সুকান্তকে হাত ধরে রাজ্য চেনাবেন দিলীপ, শুরু হবে রাজ্য সফর
বুধবার, লক্ষ্মীপুজোর দিন একই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হরিপুরে এসে ফের তৃণমূল নেতাদের উদ্দেশে হুমকি দিলেন তিনি। বললেন, "জাহাজ বাড়ির মালিক সহ আরও ১১টা গুন্ডা রয়েছে, ওদেরকেও জেলে ঢোকাব। আমার নাম শুভেন্দু অধিকারী।" উল্লেখ্য, এই 'জাহাজবাড়ির মালিক' হলেন শেখ সুফিয়ান।