২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেল টি-২০ বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচের সব টিকিট।
টি-টোয়েন্টি বিশ্বকাপের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে রবিবার। ২৪ অক্টোবর বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচের জন্য দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির যে সমস্ত অংশের টিকিট বিক্রি করা হয়েছে, সেই জেনারেল, জেনারেল ইস্ট, প্রিমিয়াম, প্যাভিলিয়ন ইস্ট ও প্ল্যাটিনাম, সব টিকিট মুহূর্তে বিক্রি হয়ে গিয়েছে। বহু ভক্তই টিকিট না পেয়ে সোশ্যাল মিডিয়ায় হাহুতাশ করেছেন।
T20 WC: বিশ্বকাপ থেকেই স্টেডিয়ামে ফিরবে দর্শক, শুরু হল টিকিট বিক্রি
আগামী ২৪ অক্টোবর টি -টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে হবে ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। পাকিস্তান ছাড়াও ভারতকে নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের মতো দলের বিপক্ষে গ্রুপ লিগে খেলতে হবে বিরাট বাহিনীকে।