রবিবার রাতে নিউজিল্যান্ডকে(New Zealand) হারিয়ে প্রথমবারের মতো T20 বিশ্বকাপ(World Cup) ঘরে তুলল অস্ট্রেলিয়া। তারা তাদের বহু প্রতীক্ষিত এই আইসিসি ট্রফিটি(ICC Trophy) ঘরে তুলে দুবাইয়ের মাঠে ইতিহাস গড়ল।
শুভায়ন চক্রবর্তী নামক জনৈক এক ব্যক্তি ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতেই ধরা পড়েছে প্রথমবার T20 বিশ্বকাপ(World Cup) জেতার পর অস্ট্রেলিয়া(Australia) দলের উচ্ছ্বাসের ছবি। নিজস্ব ভঙ্গিতেই ট্রফি হাতে গোটা দলকে উচ্ছ্বাসে মাততে দেখা যায়। ড্রামের বাজনায় ট্রফি হাতে নাচতে নাচতে টিম অস্ট্রেলিয়া(Australia) স্টেডিয়াম থেকে বেরিয়ে টিমবাসে ওঠে।
T20 Worldcup Final: নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বসেরার খেতাব ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া
এবারের আইসিসি T20 বিশ্বকাপ(World Cup) শুরুর আগে ক্যাঙ্গারু স্কোয়াডকে ফেভারিটদের তালিকাতেও রাখা হয়নি। কিন্তু ঐ যে বলে, ক্রিকেট এক অনিশ্চিয়তার খেলা, তা যেন অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিল অস্ট্রেলিয়া দল(Australia)। যদিও এদের নামের পাশে রেকর্ড সংখ্যক আইসিসি ট্রফি(ICC Trophy) রয়েছে। অস্ট্রেলিয়া ৫০ ওভারের ক্রিকেটে ৫ বার এবং এই T20 বিশ্বকাপ নিয়ে মোট ৬ বার বিশ্ব চ্যাম্পিয়ন(World Champion) হল।