পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়োন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের লজ্জার হার ২২ গজে ফুরোয়নি। তার রেশ চলছে এখনও। সেদিন ভাল ফর্মে ছিলেন না মহম্মদ শামি। দলের হতাশাজনক পারফরম্যান্সের পরই নেটপাড়ার একাংশের জঘন্য মন্তব্যের শিকার হয়েছেন ভারতের তারকা ফাস্ট বোলার শামি। সেই ট্রোলিং এর বিরুদ্ধেই গর্জে উঠলেন ইরফান পাঠান।
মহম্মদ শামির পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক। নিজের তিন ওভারে ৪৩ রান দেন তিনি, যা ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক। এরপরেই তার উদ্দেশ্যে ধেয়ে আসে কটাক্ষ। তাঁকে ম্যাচের পর পাকিস্তানে চলে যেতে বলার পাশপাশি, তিনি এমন পারফর্ম করতে কত টাকা নিয়েছেন, তারকা বোলারকে শুনতে হয় এইরকম রুচিহীন কটুক্তি। এহেন অবস্থায় তাঁর পাশে দাঁড়ালেন ইরফান।
নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, ‘আমিও মাঠে ভারত-পাকিস্তান ম্যাচে পরাজয়ের সাক্ষী ছিলাম, তবে আমায় কোনদিনও পাকিস্তানে চলে যেতে বলেনি কেউ। আমি কিছু বছর আগেকার ভারতবর্ষের কথা বলছি। এগুলো এখনই বন্ধ হওয়া দরকার।’