বায়ুসেনার বিমানে দিল্লি হয়ে কলকাতায় ফিরলেন আফগানিস্তানে(Afghanistan) আটকে থাকা নিমতার(Nimta) বাসিন্দা তমাল ভট্টাচার্য (Tamal Bhattachariya)তাঁর সঙ্গেই ফিরেছেন লেক ভিউয়ের বাসিন্দা স্মরজিৎ মুখোপাধ্যায়। দুজনের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।আফগানিস্তানে একটি আন্তর্জাতিক স্কুলে শিক্ষকতা করতে গিয়ে সেদেশে আটকে পড়েন বলে জানিয়েছেন তমাল ভট্টাচার্য। তবে, কী কারণে আফগানিস্তানে ছিলেন, সেব্যাপারে মুখ খোলেননি লেক ভিউয়ের বাসিন্দা সরজিৎ মুখোপাধ্যায়।
এদিকে, ঘরের ছেলে ঘরে ফেরায় স্বস্তিতে দুই বাঙালির পরিবার। কলকাতায় ফিরে, তমাল জানালেন, তালিবান তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করেছে। ভাল খেতে দিয়েছে। এমনকী, ক্রিকেটও খেলেছে।