বিজেপির(BJP) কেন্দ্রীয় নেতারা ভোটের সময় দিলীপ ঘোষকে কার্যত 'দাবার বোড়ে'তে পরিণত করেছিল। শনিবার ট্যুইট করে এমন মন্তব্য করেন তথাগত রায়। বিধানসভা ভোট মিটতেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিজেপি শিবিরের(BJP West Bengal)। এবার মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়ের নিশানায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা(Central Observer)।
ট্যুইটারে তথাগত রায়ের(Tathagata Roy) দাবি, "যত বেশি তথ্য সামনে আসছে, ততই যেন দিলীপ ঘোষের প্রতি আমার সহমর্মিতা বেড়ে যাচ্ছে। এখানকার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা (বর্তমানে কেএসএ টিম) তাঁকে এক অসহায় বোড়েতে পরিণত করে। দিলীপও কার্যত সেই কথাই বলেছেন। পশ্চিমবঙ্গ বিজেপিতে(BJP West Bengal) আত্মহননের ঘটনা ক্রমশ প্রকাশ্যে আসছে।"
TMC Rajya Sabha Candidate: তৃণমূলের রাজ্যসভার প্রার্থী গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী
এর আগেও বিধানসভা ভোটের সময় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের 'কেএসএ'(KSA) নামে চিহ্নিত করেছেন বিজেপি নেতা তথাগত রায়। বিজেপি সূত্রের খবর, এই 'কেএসএ' আসলে কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ এবং অরবিন্দ মেনন। এর আগেও একাধিকবার বিজেপি(BJP) নেতা তথাগত রায় এই তিনজনের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ দেখিয়েছেন।