২০২১ সালে এসে পুজোটা যেন ভালো কাটছে না বাঙালির। একদিকে করোনা(Corona) সংক্রমণ, অন্যদিকে আবার জঙ্গী হামলার(Terrorist attack) ভয়। এবার উৎসবের মরশুমে জঙ্গি হামলার আশঙ্কা মাথায় রেখে সতর্ক রাজ্য প্রশাসন। নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বরাষ্ট্র দফতর। পুলিশ-প্রশাসনের সমস্ত স্তর ও বিভিন্ন এজেন্সিকে সতর্ক করা হয়েছে।
রাজ্য স্বরাষ্ট্র দফতর নির্দেশিকায় বলা হয়েছে, জঙ্গি হামলার আশঙ্কার কথা মাথায় রেখে এইসময় সতর্ক থাকতে হবে। রাজ্য স্বরাষ্ট্র দফতরের নতুন নির্দেশিকায় অনুসারে এবার পুজো মণ্ডপে বেশি সংখ্যায় স্বেচ্ছাসেবক নিয়োগ করতে বলা হয়েছে। রাজ্য প্রশাসনের নির্দেশ, এই স্বেচ্ছাসেবকরা যেন বিশেষভাবে সতর্ক থাকেন। সন্দেহজনক কিছু চোখে পড়লেই অবিলম্বে তা পুলিশকে জানাতে বলা হয়েছে।