দ্রুত চাকরির নিয়োগপত্র হাতে না পেলে আত্মহত্যা করার হুমকি দিলেন রাজ্যের টেট পাশ করা পরীক্ষার্থীরা। সোমবার জলপাইগুড়িতে ২০১৪ সালের পরীক্ষার্থীরা আন্দোলনে নামেন। জলপাইগুড়ির হাকিমপাড়ায় এসে জমায়েত করেন টেট পাশ ট্রেন্ড নট ইনক্লিউডেড একতা মঞ্চের সদস্যরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। শহরের একাধিক এলাকায় যায় সেই মিছিল। এরপর তাঁরা বিভাগীয় কমিশনারের দফতরের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন ।
তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ও আশ্বাস দেওয়ার পরেও মন্ত্রীরা ভুল বার্তা দিচ্ছেন। কবে নিয়োগপত্র হাতে পাবেন, তাও তাঁদের পরিষ্কার করে বলা হচ্ছে না। রাজ্যের প্রায় ৬-৭ হাজার পরীক্ষার্থী বিপাকে পড়েছেন। সোমবার জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার সহ রাজ্যের পাঁচটি বিভাগীয় প্রধানকে ডেপুটেশন জমা দিলেন চাকরিপ্রার্থীরা। দ্রুত চাকরির নিয়োগপত্র না দিলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুশিয়ারি দিয়েছেন তাঁরা।
টেট পাশ একতা মঞ্চের সভাপতি অচিন্ত ধারা বলেন, "আশা করি, মুখ্যমন্ত্রী আমাদের চাকরির দ্রুত ব্যবস্থা করলেন। এরপরেও দাবি পুরণ না হলে গণ আত্মহত্যার পথ বেছে নেওয়া ছাড়া আমাদের কোনও উপায় থাকবে না।"