এবারে দুয়ারে ভ্যাকসিনের অনুমোদন দিল কেন্দ্র।ভ্যাকসিন সেন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তিদের টিকা নেওয়া সম্ভব হচ্ছে না।
ফলে, সরকার টিকাকরণের লক্ষ্যমাত্রা নিলেও বাদ পড়ছেন অনেকেই। এবার তাই বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অনুমোদন দিল কেন্দ্র। এই উদ্যোগের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নীতি আয়োগের (Niti Ayog) সদস্য ড. ভিকে পাল (Dr. VK Paul)
সাংবাদিক বৈঠকে তিনি জানান, ‘টিকাকরণ কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে যারা অক্ষম তাদের জন্য বাড়িতে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে। যাঁরা শারীরিকভাবে অক্ষম বা যাঁরা যাতায়াত করতে পারেন না, তাঁদের জন্য এই পরিষেবা চালু করা হচ্ছে। নির্দেশিকা জারি করা হয়েছে ইতিমধ্যেই।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ভারতের প্রায় এক তৃতীয়াংশ নাগরিক ইতিমধ্যেই করোনা ভ্যাকসিনের দুটি ডোজ পেয়ে গিয়েছে। আর সেই পরিসংখ্যানকে ‘মাইলস্টোন’ বলে উল্লেখ করেছে কেন্দ্র। দুই তৃতীয়াংশ মানুষ পেয়েছেন অন্তত একটি ডোজ