সোনার ছেলেদের সোনার সাক্ষাত! দেখা করলে অভিনব বৃন্দা এবং নীরজ চোপড়া। এখনও পর্যন্ত অ্যাথলেটিক্সে দেশকে অলিম্পিকে সোনা এনে দিয়েছেন দু'জনেই। তবে সাক্ষাত কিন্তু শুধু সে কারণেই সোনালী নয়! নীরজের সঙ্গে দেখা করে একটা সোনালী কুকুর ছানা উপহার দিলেন। নাম টোকিও।
নীরজের পাখির চোখ এখন ২০২৪ এর প্যারিস অলিম্পিক। অভিনব বৃন্দার বিশ্বাস, টোকিওই নীরজকে অনুপ্রেরণা দেবে পরের অলিম্পিকে আরও একটি সোনা ছিনিয়ে এনে দেশকে গর্বিত করার। কথা রাখলে পুরস্কারও আছে। টোকিও-র একটি ভাই কিমবা বোন প্যারিস জুটে যাবে ঠিক, কথা দিলেন অভিনব।