T20 বিশ্বকাপে পরপর দুই ম্যাচে হার। পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচে হেরে সেমিফাইনালে যাওয়ার রাস্তা কঠিন হয়ে গেল। শরীরী ভাষাই হারিয়ে গিয়েছে অধিনায়ক বিরাট কোহলির! এর নেপথ্য কারণগুলো কী!
টিমের ওপেনার হিসেবে নামেন কেএল রাহুল ও রোহিত শর্মা। নিউজিল্যান্ড ম্যাচে রোহিতকে তিন নম্বরে নামানো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পাওয়ার প্লে-তে উইকেট পড়লে রান রেট কমে। যেটা পরপর দুম্যাচে হল টিম ইন্ডিয়ার।
পাকিস্তানের বিরুদ্ধে হাফসেঞ্চুরির পর এক সপ্তাহে বদলে গিয়েছে বিরাট কোহলির শরীরী ভাষা। ব্যাটেও রান আসেনি। আত্মবিশ্বাসে ঘাটতিতে প্রভাব পড়ছে টিমে।
পরপর দুম্যাচে হারের অন্যতম কারণ টস ভাগ্য। দুই ম্যাচেই হেরে প্রথমে ব্যাট করতে হয়েছে ভারতকে। যার সুযোগ নিয়েছে বিপক্ষ টিম।
বোলিং ব্যর্থতাও বিশ্বকাপে ভারতের হারের পিছনে অন্যতম কারণ। বোলাররাও উইকেট তুলতে পারেননি দুই ম্যাচেই। পিচে শিশির থাকায় পেসাররা বল নিয়ন্ত্রণ করতে পারেননি।
স্পিনারদেরও একই অবস্থা। স্পিনিং ট্র্যাকে রবিচন্দ্রন অশ্বিন নেই। দুদিনই সুযোগ পেলেন বরুণ চক্রবর্তী। নির্বাচকরা অশ্বিনকে নিলেও প্রথম একাদশে খেলানো হয়নি তাঁকে।