এ বছর দুর্গাপুজোর কার্নিভাল হবে না রেড রোডে। পুজো কমিটিগুলি জলসার আয়োজন করতে পারবে না। খোলামেলা রাখতে হবে পুজো মণ্ডপ। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে মণ্ডপের মধ্যে মানতে হবে সামাজিক দূরত্ব। করোনাবিধি মেনে দুর্গাপুজো করতে হবে। নির্দেশিকা জারি করল নবান্ন।
মহালয়ার আগের দিন, মঙ্গলবার এই নির্দেশিকা জারি হল। দুর্গাপুজোর পর রেড রোডে যে কার্নিভাল হয়,করোনা আবহে গত বছরের মতো এবারেও তা হবে না। পুজো কমিটিগুলির জন্য পুজো মণ্ডপে জলসার মতো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতিও থাকছে না। গতবারের মতো এবারও দুর্গাপুজো-কালীপুজোয় দর্শকশূন্যই থাকবে রাজ্যের সমস্ত পুজো মণ্ডপ। গতবছরের করোনা বিধি মেনেই আয়োজন করতে হবে পুজোর, এ কথা আগেই জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট।