করোনার তৃতীয় ঢেউ নিয়ে কিছুটা আশার আলো দেখাল আইসিএমআর। তাদের মতে, দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না করোনার তৃতীয় ঢেউ। তৃতীয় ঢেউ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে টিকাকরণ। এমনই মন্তব্য করেছেন আইসিএমআরের এপিডেমিওলজি বিভাগের প্রধান। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এপিডেমিওলজি বিভাগের প্রধান ডাক্তার সমীরণ পণ্ডা বলেন, দেশের ১০টি রাজ্যে ৪৯জনের শরীরে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। যা থেকেই কিন্তু বলা যায় না করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট ডেল্টার থেকে ভয়ানক এমন প্রমাণও মেলেনি।