নারদ মামলায় (Narada Case) জামিনের মেয়াদ বাড়ল রাজ্যের তিন হেভিওয়েট তৃণমূল নেতার। মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim), মদন মিত্র (Madan Mitra) ও শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে (Subrata Mukherjee) এই মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছে। মঙ্গলবার আদালতে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। নারদ মামলার পরবর্তী শুনানি ২৮ জানুয়ারি।
নারদ মামলায় এর আগে সিবিআই (CBI) চার্জশিট পেশ করেছিল। সেই মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান তৃণমূলের চার হেভিওয়েট নেতা। সেপ্টেম্বর মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) আলাদা করে একটি চার্জশিট পেশ করে। সেপ্টেম্বর মাসেই চারজনের বিরুদ্ধে সমন পাঠানো হয়েছিল। মঙ্গলবার ২০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে তৃণমূলের তিন নেতাকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়।
চলতি বছর ১৭ মে নারদ মামলায় ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। এরপরই নিজাম প্যালেসে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটক। প্রায় ৬ ঘণ্টা ছিলেন সেখানে মুখ্যমন্ত্রী। নিজাম প্যালেসের বাইরে ভিড় জমে যায়। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যায় মামলা। শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় চার নেতাকে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রয়াত হন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এরপরই তাঁকে এই মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হয়।