আবার বাঘের হামলায় গুরুতর জখম হলেন এক মৎসজীবী। সোমবার ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বেণীফেলি জঙ্গল লাগোয়া নদীর খাঁড়িতে। নিজের ভাই ও গ্রামের অপর এক মৎস্যজীবীর সঙ্গে কাঁকড়া ধরতে গিয়ে ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হল লখিন্দর শেখকে। কুলতলি থানার দেউলবাড়ি-দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সৌমিত্র সাফুঁইয়ের নৌকায় করে দাদা লখিন্দর ও প্রতিবেশী ইব্রাহিম শেখ সোমবার সকালে রওনা হয়েছিল কাঁকড়া ধরতে।
TET West Bengal: নিয়োগপত্র না পেলে আত্মহত্যা, বিক্ষোভ করে হুমকি টেট পরীক্ষার্থীদের
দুপুরের পর কাঁকড়া ধরার চার ফেলে খাওয়া-দাওয়া সেরে নৌকাতেই তারা বিশ্রাম নিচ্ছিল। সেই সময় আচমকাই ম্যানগ্রোভ জঙ্গলের ভেতর থেকে একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে একেবারে লখিন্দরের ওপর। চোখের সামনে বাঘের হামলা হতে দেখে বাকি দুইজন নৌকায় থাকা লাঠিসোঁটা ও বৈঠা নিয়ে বাঘের সামনে প্রতিরোধ গড়ে তুললে বাঘ ভয়ে শিকার ছেড়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়।
এরপর রক্তাক্ত অবস্থায় লখিন্দরকে উদ্ধার করে রাতে নিয়ে আসা হয় কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই চিকিৎসকরা সেখান থেকে স্থানান্তরিত করে দেয় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে। তবে বাঘের হামলার ঘটনাটি নিষিদ্ধ এলাকায় না অনুমোদনপ্রাপ্ত এলাকায় হয়েছে কিনা তা খতিয়ে দেখছে বনদপ্তরl