আবার সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু হল এক মৎস্যজীবীর। ঘটনাটি ঘটেছে কলস দ্বীপের কাছে। মৃত ঐ মৎসজীবী শংকর ভক্ত পাথরপ্রতিমা এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে খবর, সোমবার ৭জন মৎসজীবী মিলে সুন্দরবনে মাছ ধরতে যায়। রাতে খাওয়াদাওয়ার সময় আচমকাই বাঘ হামলা চালায়। নৌকার পেছনদিকে বসে থাকা শংকরের ওপর বাঘ হামলা চালায়। তাঁর চিৎকারে অন্যান্য মৎস্যজীবীরা চলে এলে শঙ্করকে ফেলেই জঙ্গলে চলে যায় দক্ষিণ রায়।
এরপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় পাথরপ্রতিমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা শংকরকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে। এই তরুণ মৎস্যজীবীর মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।