আবার সুন্দরবনে(Sundarban) বাঘের(Royal Bengal Tiger) আতঙ্ক। সোমবার রাতে প্রত্যন্ত কুলতলি ব্লকের লোকালয়ে বাঘ ঢুকে পড়ার ঘটনায় আতঙ্ক গ্রাস করেছে বাসিন্দাদের। জানা গেছে, সুন্দরবনের(Sundarban) আজমলমারি ১ নম্বর জঙ্গল থেকে একটি বাঘ নদী সাঁতরে ওই এলাকায় ঢুকে পড়ে। এর ফলে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে কুলতলির গুড়গুড়িয়া- ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের মনসাতলা গ্রামে।
সোমবার সন্ধ্যার দিকে বাঘের(Royal Bengal Tiger) পায়ের ছাপ নজরে আসে গ্রামবাসীদের। ছাপটি দেখে প্রাথমিক অনুমান ওটি একটি স্ত্রী বাঘ। মনসাতলা গ্রামটি নদী লাগোয়া হওয়ার কারণে অনেকসময়ই এখানে বাঘ ঢুকে পড়ে। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে আসেন রায়দিঘি রেঞ্জের বনকর্মীরা। এরপর গ্রামবাসীদেরকে নিয়েই রাতভর গ্রাম লাগোয়া নদীর বাঁধ বরাবর লাঠিসোঁটা নিয়ে রাত-পাহারা দেওয়া হয়।
তবে মঙ্গলবার সকালেও বাঘের(Royal Bengal Tiger) সঠিক অবস্থান জানা যায়নি। নদীতে জোয়ার থাকার ফলে তল্লাশি চালানো সম্ভব হয়নি। তবে নদীতে ভাটা নামতেই তল্লাশি চালানো হবে বলে জানা গিয়েছে বন দফতর(Forest Department) সূত্রে।