ভবানীপুরে (Bhabanipur By-Election) ভোট গণনা নিয়ে চূড়ান্ত সতর্ক লালবাজার। ভোট পরবর্তী অশান্তি এড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। জানানো হয়েছে, কোনো রকম বিজয় মিছিল বা আবীরখেলা সম্পূর্ণ নিষিদ্ধ।
এই বিধানসভা কেন্দ্রের আওতায় ন’টি থানা রয়েছে। প্রতিটি থানাকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ভবানীপুরে ভোট গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে।
Mamata Banerjee: কেমন হবে ভবানীপুরের ফল? নজর রাখুন সাম্প্রতিক ইতিহাসে
রবিবার ভবানীপুর উপনির্বাচনের গণনা। তার আগে নির্বাচন কমিশনের নির্দেশকে মাথায় রেখে এবার কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভবানীপুর উপনির্বাচনের যে গণনাকেন্দ্র সাখাওয়াত মেমোরিয়াল গভর্মেন্ট গার্লস হাইস্কুলে যে গণনা হবে, সেই কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করা হবে। ভোর ৫টা থেকে জারি হবে ১৪৪ ধারা। চলবে গণনা শেষ না হওয়া পর্যন্ত।