নারদাকাণ্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়দের গ্রেফতারির পর রাজভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল-কর্মী সমর্থকরা। সোমবার দুপুরের দিকে রাজভবনের উত্তর গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। রাজ্যপাল জগদীপ ধনখড় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দিলে উত্তেজনা আরও বেড়ে যায়। এমনকী, রাজভবনের গেট বেয়ে উপরে উঠে দলীয় পতাকা লাগানোর চেষ্টাও করেন বিক্ষোভকারীরা। পরে অবশ্য দলীয় পতাকা হাতে নিয়ে গেটের সামনে বসে বিক্ষোভ দেখান। মন্ত্রীদের জামিন না দেওয়া পর্যন্ত বিক্ষোভ জারি থাকবে বলে জানিয়েছেন তাঁরা।