কলকাতা পুরসভার নির্বাচন (KMC Election) ঘিরে উত্তপ্ত হয়ে উঠল উত্তর কলকাতার ৭ নম্বর ওয়ার্ড। সকাল থেকে দফায় দফায় হাতাহাতিতে জড়ালেন শাসক ও বিরোধী দলের কর্মীরা।
বিজেপির দাবি, তৃণমূল বুথ দখল করার চেষ্টা করায় এলাকার মানুষ প্রতিরোধ করেছেন। তৃণমূলের অভিযোগ, এলাকায় জনভিত্তি না থাকায় অশান্তি তৈরি করতে চাইছে বিজেপি।
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ।