কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডে প্রচার শুরু করলেন তৃণমূলের (TMC) প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়। সম্পর্কে তিনি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ। প্রথম দিন তাঁর সঙ্গে পুরোদমে প্রচার করলেন স্বামী কার্তিক বন্দ্যোপাধ্যায়ও।
মমতার নিজের ওয়ার্ডই হল ৭৩ নম্বর। সেখানেই প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায় (Kajari Banerjee)। তিনি মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশের পর শনিবার সকালেই প্রচার শুরু করে দেন কাজরী। তিনি জানান, মমতা (Mamata Banerjee) যে তাঁকে প্রার্থী করবেন, এ কথা তিনি জানতেন না।
CPM: টিকিট না পেয়ে তৃণমূলে যোগ দিলেন বিদায়ী বাম কাউন্সিলর বিলকিস বেগম
শনিবাসরীয় সকালে প্রচারে বেরিয়ে পড়েন ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাজরী। প্রার্থী হওয়ার কথা কি তিনি জানতেন? জবাবে কাজরী বলেন, ‘প্রার্থী হওয়ার ১০ মিনিট আগেও জানতাম না যে আমি প্রার্থী হচ্ছি। মিটিং থেকে বেরিয়ে দিদি যখন ঘরে এল, তখনও দিদি আমাকে কিছু বলেনি। অন্য একজন বলল, লিস্টে তোর নাম আছে।’