বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কলকাতা পুরসভা নির্বাচনে জয় পেতে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। একের পর এক ওয়ার্ডে নজরকাড়া ব্যবধানে জয়ী হচ্ছেন শাসকদলের প্রার্থীরা।
ইতিমধ্যেই উৎসব শুরু করে দিয়েছেন তৃণমূল সমর্থকেরা। জয়ী হয়েছেন দেবাশীষ কুমার, মালা রায়, তারক সিংয়ের মতো হেভিওয়েট। বিপুল ব্যবধানে জয়ের পথে ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, ইন্দ্রনীল কুমার, সুস্মিতা ভট্টাচার্য। এখনও পর্যন্ত ১৩৩ আসনে এগিয়ে অথবা জয়ী তৃণমূল। তাদের প্রাপ্ত ভোটের পরিমাণ ৭৪ শতাংশের বেশি।
অত্যন্ত উল্লেখযোগ্য ভাবে, ভোট শতাংশে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বামেরা (Left Front)। যদিও ব্যবধান অত্যন্ত কম। বামেরা ৯.১ শতাংশ এবং বিজেপি ৮ শতাংশ ভোট পেয়েছে। বড়বাজারে নিজের ওয়ার্ডে জয়ী বিজেপির মীনাদেবী পুরোহিত, বিজয় ওঝা। এগিয়ে রয়েছেন বিজেপির বিজয় ওঝা ও সজল ঘোষ।
৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী। বড়বাজারের আরেকটি ওয়ার্ডে এগিয়ে কংগ্রেসের সন্তোষ পাঠক। দুটি ওয়ার্ডে এগিয়ে রয়েছে নির্দল প্রার্থীরা। তৃণমূলের সুদর্শনা মুখোপাধ্যায়ের কাছে সামান্য ব্যবধানে পিছিয়ে সুব্রত মুখোপাধ্যায়ের বোন, নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়।