কলকাতা পুরসভা নির্বাচনের (KMC Election 2021) গণনা শেষ হওয়ার আগেই তৃণমূলের জয়ের আঁচ পেয়েই মঙ্গলবার সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাড়ির সামনে সমর্থকদের ভিড়। নেত্রীর বাড়ির সামনে জড়ো হয়েছেন দলীয় সমর্থকেরা। বেলা বাড়তেই শুরু হয়ে গিয়েছে উদযাপনের প্রস্তুতি।সবুজ আবীর, তৃণমূলের পতাকা আর মমতার ছবি হাতে চোখে পড়ার মতো সংখ্যায় উপস্থিত হয়েছেন মহিলারা।
বিধানসভা নির্বাচনে তৃণমূলের স্লোগান ছিল, 'বাংলা নিজের মেয়েকেই চায়'। তৃণমূলকে ঢেকে ভোট দিয়েছিলেন মহিলারা। পুরসভাতেও বিপুল সাফল্য এল, সেই 'বাংলার মেয়ে'র হাত ধরেই। কারণ, তিনি নিজে না লড়লেও দলের মুখ তো মমতাই। তাই কালীঘাটের ভিড়েও উজ্জ্বল মহিলাদের উপস্থিতি।
'খেলা হবে' (Khela Hobe) স্লোগান বিধানসভা নির্বাচনে অনেকখানি সহায়ক হয়েছিল তৃণমূলের। তারপর বাংলার সীমা পেরিয়ে দেশের অন্যত্রও ছড়িয়ে গিয়েছে সেই স্লোগান। মমতা জানিয়েছিলেন, পুরভোটেও 'খেলা হবে'। বিপুল জয়ের পর কালীঘাটের জমায়েতেও বার বার উঠেছে সেই স্লোগান।