হাসপাতাল থেকে ছুটি হওয়ার কথাই ছিল শুক্রবার। একদিন আগেই ছুটি হল পুরোপুরি। দীপাবলির রাতেই নিভল প্রাণ প্রদীপ। চলে গেলেন সুব্রত মুখোপাধ্যায়( Subrata Mukherjee)। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বঙ্গ রাজনীতিতে।
সুব্রতর প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার কথা শুনেই বাড়ির কালীপুজো ছেড়ে হাসপাতালে ছুটে আসেন তৃণমূল সুপ্রিমো। সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দেন, "সুব্রতদার শেষ যাত্রায় আমার থাকা সম্ভব নয়। সুব্রতদার দেহ আমার পক্ষে দেখা সম্ভব নয়।"
সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ নিয়ে আসা হল রবীন্দ্র সদনে
ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, "সহকর্মী হিসেবে ওঁকে হারানো অপূরণীয় ক্ষতি। আমরা মর্মাহত।" অরূপ বিশ্বাস জানান, আমাদের জীবনে এ এক ঝড়। বাংলার রাজনীতিতে অপূরণীয় ক্ষতি।" দেবাশিষ কুমার বলেন, "আজ আলোর উৎসবে আমাদের দলে অন্ধকার নেমে এল।"
সুব্রত মুখোপাধ্যায় প্রয়াণের পরই সুখ স্মৃতিতে ডুব তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের। দুজনের কলেজ জীবনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি।