কলকাতা পুরসভা নির্বাচনে (KMC) বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯৩টি ওয়ার্ডে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। ৪টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি৷ দু'টি করে ওয়ার্ডে এগিয়ে বাম এবং কংগ্রেস।জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশীষ কুমার, অমিত সিং, কাকলী বাগ।
বড়বাজারে নিজের দুর্গে এগিয়ে রয়েছেন সন্তোষ পাঠক। ৩৭ নম্বর ওয়ার্ডেও এগিয়ে কংগ্রেসের ওয়াসিম আনসারি।
KMC Election 2021: ভোটগণনার শুরু থেকে একতরফা দাপট তৃণমূলের
দক্ষিণ কলকাতার ৯৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে সিপিএমের মৃত্যুঞ্জয় (প্রদীপ) চক্রবর্তী। ১০৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে বামপ্রার্থী নন্দিতা রায়।
বিজেপি বড়বাজারের তিনটি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। ৫০ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপির সজল ঘোষ। ১৪১ নম্বর ওয়ার্ডে এগিয়ে নির্দল প্রার্থী।
তৃণমূলের টিকিটে লড়া বিধায়ক ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, দেবাশীষ কুমার, রত্না চট্টোপাধ্যায়, দেবব্রত মজুমদার এগিয়ে রয়েছেন। এগিয়ে রয়েছেন সাংসদ মালা রায়। ক্রিকেট কর্তা বিশ্বরূপ দে এগিয়ে রয়েছেন। যাদবপুরের ৯৬ নম্বর ওয়ার্ডে এগিয়ে প্রয়াত বাম নেতা ক্ষিতী গোস্বামীর মেয়ে বসুন্ধরা।