"সব ধর্ম ও সংস্কৃতিকে শ্রদ্ধা করে তৃণমূল (TMC)।" গোয়ার (Goa) দলীয় কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "TMC মানে টেম্পল, মস্ক ও চার্চ। বিজেপির (BJP) একমাত্র বিকল্প হতে পারে তৃণমূল কংগ্রেস।"
সোমবার দলীয় কর্মীদের মমতা বলেন, "উপকূলের রাজ্য বাংলায় ইতিমধ্যেই সফল হয়েছে তৃণমূল। বিজেপি বিরোধী শক্তি হিসেবে কংগ্রেস যোগ দেবে কিনা, সেটা তাদের সিদ্ধান্ত। কিন্তু গোয়া বিধানসভা নির্বাচনে বিজেপিকে আটকাবে তৃণমূল।"
২০২২ সালের ফেব্রুয়ারি নাগাদ গোয়ায় বিধানসভা নির্বাচন। গোয়ায় রাজনৈতিক লড়াইয়ে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে দ্বিতীয়বার গোয়া সফরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 'খেলা হবে' স্লোগানের অনুকরণে গোয়ায় নতুন স্লোগান 'খেল জাটলো।'
আরও পড়ুন: গোয়া সফরে মুখ্যমন্ত্রী, জেনে নিন দিনভর কী কী কর্মসূচী রয়েছে তাঁর
গোয়ার খ্রিষ্টান সম্প্রদায়ের পাশে দাঁড়ান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "টানা ২০ বছর ধরে তিনি ক্রিসমাস পালন করেন।" তিনি জানান, কলকাতা শহরেও মহাসমারোহে ক্রিসমাস পালন করা হয়। মাদার টেরেসার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, জানান তৃণমূল নেত্রী।