নাগাল্যান্ডে (Nagaland) অসম রাইফেলসের (Assam Rifles) গুলি চালানোর ঘটনার রেশ টেনে ফের BSF-কে আক্রমণ দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর (Udayan Guha)। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "অসম রাইফেলসের মতো BSF-ও ভুল বোঝাবুঝির কারণে গুলি চালায়। ভবিষ্যতেও চালাবে। তৈরি থাকুন।"
নাগাল্যান্ডে অসম রাইফেলসের গুলি চালানোর ঘটনায় উত্তপ্ত দেশের রাজনীতি। নাগাল্যান্ড যেতে গিয়েও শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেছে তৃণমূলের প্রতিনিধি দল (TMC Delegates)। এরই মধ্যে BSF-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন উদয়ন গুহ। সোশাল মিডিয়ায় ফের একবার BSF-কে আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক।
উল্লেখ্য, রাজ্যে BSF-এর পরিসর বৃদ্ধি নিয়ে কয়েকদিন আগে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। সেখানে BSF-এর বিরুদ্ধে তির্যক মন্তব্য করেন উদয়ন গুহ। সোশাল মিডিয়ায় কয়েকদিন আগেও BSF নিয়ে পোস্ট করেন তিনি। অসম রাইফেলসের গুলিচালনার ঘটনা নিয়েও এবার আক্রমণ করলেন দিনহাটার তৃণমূল বিধায়ক।