গোয়ায় নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 'জণগণের অভিযোপত্র' নামক একটি ভিডিও প্রকাশিত হয়েছে টুইটারে। সেখানে বলা হয়েছে গোয়ার প্রতিটি মানুষের জন্য বিজেপি সরকার চরম দুঃস্বপ্ন নিয়ে এসেছে। সাধারণ মানুষ তাদের অভাব-অভিযোগের কথা তুলে ধরলেও সরকার সে দিকে কোনো নজরই দেয়নি।
পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের আগে বিজেপির ডবল ইঞ্জিন তত্ত্বকে তৃণমূল কংগ্রেস তুলোধনা করেছিল। লোকসভা ভোটের ফলাফলেও বোঝা যায় পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ভালো চোখে নেয়নি। এবার গোয়াতেও একই পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস দেশের নানান সমস্যাকে তুলে ধরে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালো। দেশজুড়ে মূল্যবৃদ্ধি থেকে শুরু করে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় সমস্যার কথা তুলে ধরে তৃণমূল কংগ্রেসের তরফে এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষ নিজেরাই নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন। নির্বাচনের আগে এই ভিডিওটি যথেষ্ট চাঞ্চল্য তৈরি করবে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব।