সায়নী ঘোষের(Sayoni Ghosh) গ্রেফতারির প্রতিবাদে এবার নজিরবিহীনভাবে প্রতিবাদে সামিল হল তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার বিজেপির(BJP) রাজ্য দফতরে গিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল(TMC) কর্মী সমর্থকরা।
সোমবার রাজ্যজুড়ে প্রতিরোধের পাশাপাশি সকালে তৃণমূল সমর্থকরা জড়ো হন মুরলীধর সেন লেনে। বেশ কিছুক্ষণ ধরে চলে তাদের বিক্ষোভ অবস্থান। ত্রিপুরা পুলিশকে(Tripura Police) ধিক্কার জানিয়ে স্লোগান দেন তৃণমূল কর্মীরা। তাঁদের দাবি ত্রিপুরা বিপ্লব দেবের(Biplab Deb) আমলেই বারবার রক্তাক্ত হচ্ছে। তবে প্রচুর সংখ্যক পুলিশ এলাকায় থাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।
বৃহস্পতিবার ত্রিপুরায় পুরভোট(Tripura Municipal Election)। তার আগেই রবিবাসরীয় প্রচারে ত্রিপুরায়(Tripura) ঘটে অঘটন। আগরতলা পূর্ব থানা চত্বরে তৃণমূল নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে(Sayoni Ghosh)। তারপর থেকেই গোটা বাংলা জুড়ে বিক্ষোভ শামিল হয় তৃণমূল কংগ্রেস(TMC)।