রবিবার ত্রিপুরায় তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষের(Sayoni Ghosh) গ্রেফতারির প্রতিবাদে সোমবার গোটা রাজ্যজুড়ে প্রতিবাদে নামল যুব তৃণমূল(TMYC)। সোমবার সকালে বাঁকুড়া-রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল হয় মেজিয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেস। ১০ মিনিটের এই প্রতীকি অবরোধের পর গোটা শহর জুড়ে এক বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয় তৃণমূল যুব কংগ্রেসের(TMYC) উদ্যোগে। উপস্থিত ছিলেন মেজিয়া ব্লক যুব কংগ্রেস সহ-সভাপতি বিপ্লব দুবে।
শুধু মেজিয়াতেই নয়, দুর্গাপুরেও(Durgapur) একইভাবে প্রতিবাদের ছবি সামনে এসেছে। ভগৎ সিং মোড়ে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করা হয়।
অন্যদিকে নদীয়ার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে তৃণমূল যুব কংগ্রেসের(TMYC) উদ্যোগে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শিশির কর্মকার এবং যুব তৃণমূল সভাপতি সুশান্ত মন্ডল।