কলকাতা মেট্রোয়(Kolkata Metro) ফিরছে টোকেন । ২৫ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকেই ফের চালু হচ্ছে টোকেন (Token) ব্যবস্থা । সোমবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে । সমস্ত টিকিট(Ticket) কাউন্টারগুলি থেকে যাত্রীরা টোকেন সংগ্রহ করতে পারবেন । কাউন্টার ছাড়াও অটোমেটিক স্মার্ট কার্ড(Smart Card) রিচার্জ মেশিন থেকেও টোকেন কেনা যাবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘আগামী ২৫ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম মেট্রোয় টোকেন ব্যবস্থা ফিরছে । আগে যেভাবে স্টেশনে টোকেন দেওয়া হত, সেভাবেই টোকেন দেওয়া হবে ।’
আরও পড়ুন, Metro Smart Card: মেট্রো স্মার্ট কার্ডের (Metro Smart Card) সিকিউরিটি ডিপোজিট বাড়ল
করোনা আবহে এতদিন ধরে মেট্রোয় বন্ধ ছিল টোকেনের ব্যবস্থা । শুধুমাত্র স্মার্টকার্ডের মাধ্যমেই মেট্রোয় যাতায়াত করতে পারতেন যাত্রীরা । তবে এবার টোকেন ব্যবস্থা পুনরায় চালু করায় বহু যাত্রী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে ।