তুরস্কের বুসেনাজ সুরমেনেলির কাছে হেরে গেলেন ভারতীয় বক্সার লভলিনা বরগোঁহাই। ফলে টোকিও অলিম্পিকের আসরে রূপো বা সোনা পাওয়া হল না তাঁর। ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হল লভলিনাকে।
বুধবার লভলিনার তুর্কি প্রতিপক্ষ ছিলেন অত্যন্ত শক্তিশালী। চলতি বছরেই আর্ন্তজাতিক টুর্নামেন্টে দু'টি সোনা জিতেছেন তিনি৷ তাঁর বিরুদ্ধে কোনও রাউন্ডেই সুবিধা করতে পারেননি লভলিনা। রীতিমতো দাপট দেখিয়েই ম্যাচ জিতলেন সুরমেনেলি।
চলতি অলিম্পিক্সে দুরন্ত ফর্মে ছিকেন লভলিনা। কোয়ার্টার ফাইনালে ঝড় তুলে জিতে নেন তিনি। তাই সোনা বা রূপোর স্বপ্ন দেখছিল দেশ। কিন্তু শেষ অবধি ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হল।
আরও পড়ুনঃ অলিম্পিকে জোড়া সাফল্য, কুস্তির সেমি ফাইনালে রবি দাহিয়া,কোয়ার্টার ফাইনালে দীপক পুনিয়া