ওমিক্রনে (Omicron) এখনও পর্যন্ত আক্রান্ত হলেন দেশের মোট ৩৬ জন নাগরিক। চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকে মোট তিনজনের শরীরে নতুন করে পাওয়া গেল ওমিক্রন।
চণ্ডীগড়ে প্রথম ধরা পড়ল কোভিডের নয়া প্রজাতি (Covid New Strain)। ২২ নভেম্বর ইতালি (Italy) থেকে এদেশে ফেরেন চণ্ডীগড়ের এক যুবক। তাঁর শরীরে ওমিক্রন ভাইরাস পাওয়া গেছে। জানা গিয়েছে, ওই যুবক বর্তমানে কোয়ারেন্টাইন আছেন। অন্ধ্রপ্রদেশে একজনের শরীরে ওমিক্রন ভাইরাস পাওয়া গিয়েছে। আয়ারল্যান্ড থেকে মুম্বই বিমানবন্দরে নামেন এই ব্যক্তি। সেখানে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। বিশাখাপত্তনম যাওয়ার পথে ওমিক্রনে আক্রান্ত হন তিনি।
কর্নাটকে এই নিয়ে তৃতীয় জনের শরীরে পাওয়া গেল ওমিক্রন ভাইরাস। আক্রান্তা ব্যক্তি দক্ষিণ আফ্রিকা থেকে বেঙ্গালুরু এসেছিলেন। সরকারী হাসপাতালে আইসোলেশনে তাঁর চিকিৎসা চলছে। তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের স্যাম্পেল টেস্ট করা হচ্ছে।