নদিয়ার হাঁসখালি থানার কৈখালিতে সবুজ সাথীর (Sabuj Sathi) সাইকেল নিয়ে তৃণমূল-বিজেপি (TMC-BJP) সংঘর্ষ। চলল গুলি। আহত হয়েছেন দুইপক্ষের চারজন। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়়িয়েছে।নির্মল বিশ্বাস পেশায় শিক্ষক। তিনি বিজেপির রাজ্য কমিটিতেও আছেন। তৃণমূলের অভিযোগ,বেআইনিভাবে সবুজ-সাথীর সাইকেল বিক্রি করে দিচ্ছিলেন তিনি। প্রতিবাদ করেন কৈখালির তৃণমূল বুথ সভাপতি শীলা বিশ্বাস ও তাঁর স্বামী। এই নিয়ে শুরু হয় তৃণমূল-বিজেপির বচসা। ঘটনাস্থলে আসেন হাঁসখালি থানার পুলিশ। অভিযোগ, পুলিশের সামনেই আচমকা গুলি চলে। গুরুতর আহত হন দুই তৃণমূল কর্মী। শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। একজনের অবস্থা আশঙ্কাজনক।তৃণমূলের বিরুদ্ধে পালটা হামলার অভিযোগ এনেছে বিজেপি। তাঁদের দাবি, ঘটনায় আহত হয়েছেন দুই বিজেপি কর্মী। ভর্তি আছেন কল্যানী হাসপাতালে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে রানাঘাট উত্তরের তৃণমূল বিধায়ক সমীর পোদ্দারের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে তৃণমূল।