ত্রিপুরায়(Tripura) ১৩টি পুর অঞ্চলে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। আর ভোট শুরু হতেই বিজেপির(BJP) বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলতে শুরু করে বিরোধীরা। পুরভোটের দিন সকাল থেকেই বিজেপি(BJP) আশ্রিত দুষ্কৃতীরা বিভিন্ন জায়গায় ভোটারদের ভোটদানে বাধা দিচ্ছে, ভয় দেখাচ্ছে বলে তাঁদের অভিযোগ।
আগরতলায়(Agartala) তাঁদের প্রার্থীদের মারধর, পোলিং এজেন্টদের মাথা ফাটানোর অভিযোগ করেছে তৃণমূল(TMC)। আগরতলারই একটি বুথে রিগিংয়ের অভিযোগ তুলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে তৃণমূলের(TMC) তরফে। ভিডিওতে দেখা গেছে, এক মহিলা ভোটারের হয়ে ভোট দিলেন এক যুবক। যাকে তৃণমূল(TMC) ও সিপিআইএম(CPIM) দু'পক্ষই বিজেপির পোলিং এজেন্ট বলে অভিযোগ করেছে। ৫১ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
তৃণমূলের(TMC) আরও অভিযোগ, গোটা ত্রিপুরাজুড়েই ভোট দিতে পারছেন না সাধারণ মানুষ। এর স্বপক্ষে তৃণমূলের(TMC) পোস্ট করা ভিডিওতে মহিলা ভোটারদের বলতে শোনা গেছে, তাঁরা ভোট দিতে গেলেও রাস্তা থেকেই তাঁদের ফিরিয়ে দেওয়া হয়।
সিপিআইএমের(CPIM) তরফেও অভিযোগ, আগরতলার বিভিন্ন ওয়ার্ডে দুষ্কৃতীরা জড়ো হয়ে বিরোধী দলের ভোটারদের ভোটদানে বাধা দিচ্ছে। বৃহস্পতিবার পুনরায় নির্বাচনের দাবি নিয়ে বিলোনিয়ার RO অফিসে ধর্নায় বসেন সিপিআইএম(CPIM) নেতৃত্ব, সমর্থক, এবং পৌরপ্রতিনিধিরা।
আরও পড়ুন- Tripura Bjp :আগরতলায় মহিলা ভোটারের ভোট দিল যুবক , চাঞ্চল্যকর ভিডিও শেয়ার করে অভিযোগ তৃণমূলের
এরই প্রেক্ষিতে যুব তৃণমূল(TMYC) নেত্রী সায়নী ঘোষ(Saayoni Ghosh) বৃহস্পতিবার একটি ট্যুইট করেছেন। ট্যুইটে তিনি লেখেন, ‘ত্রিপুরা বিজেপি মনে করে তারা আইনশৃঙ্খলার ঊর্ধ্বে। সুপ্রিম কোর্টকে স্পষ্ট অবজ্ঞা করেছে তারা। আগরতলা থেকে অনবরত হুমকি ও হিংসার খবর আসছে। গণতন্ত্রই শেষ কথা বলবে এবং আজ বা কাল কষিয়ে থাপ্পড় খাবে।’