আসাম রাইফেলের (Assam Rifles) উপর হামলার ঘটনার দায় স্বীকার করল দু'টি জঙ্গি সংগঠন। মনিপুরে (Manipur Terror Attack) শনিবারের ওই হামলায় মৃত্যু হয়েছে ৭ জনের। তার মধ্যে একজন কমান্ডার এবং তাঁর পরিবারের সদস্যরা রয়েছেন।
একটি যৌথ বিবৃতিতে পিপলস লিবারেশন আর্মি এবং মনিপুর নাগা পিপলস ফ্রন্ট দাবি করেছে, আধাসামরিক বাহিনীর উপর এই হামলা তারাই চালিয়েছে। চূড়াচন্দ্রাপুর জেলার সেহকান জেলায় ওই হামলায় আারো ৪ জওয়ানের মৃত্যু হয়েছে।
Maoist: বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, মৃত অন্তত ২৬ মাওবাদী, আহত ৪ পুলিশকর্মী
জঙ্গিগোষ্ঠীগুলির দাবি, তারা জনসাধারণের স্বার্থে এই হামলা চালিয়েছে। জনগণের স্বার্থ রক্ষার্থেই এই পদক্ষেপ। জঙ্গীদের আরো দাবি, কমান্ডারের স্ত্রী এবং সন্তান যে কনভয়ে আছেন, তা তাঁরা জানতেন না।