মদের আসরে ডেকে নিয়ে গিয়ে এক তরুণের জিভ কেটে নেওয়ার অভিযোগ উঠল দুই আপ্যায়ণকারী মহিলার বিরুদ্ধে । বোলপুরের শান্তিনিকেতন(Shantiniketan) থানার অন্তর্গত ফুলডাঙা গ্রামে আদিবাসী পাড়ার ঘটনা । আহত তরুণের নাম শ্যামাই সোরেন ।
পাড়ারই এক প্রতিবেশী পাকু টুডুর বাড়িতে মদ্যপানের আমন্ত্রণ ছিল শ্যামাইয়ের । সোমবার রাত ৮টা নাগাদ শ্যামাই তাঁর বন্ধু মুকুলের সঙ্গে সেখানে যান । জানা গিয়েছে, মদের আসরে ওই প্রতিবেশী মহিলার সঙ্গে ঝগড়া হচ্ছিল শ্যামাইয়ের । তবে মাঝে ঘটনাচক্রে কিছুক্ষণের জন্য মুকুল শৌচাগারে যান । অভিযোগ, সেইসময় শ্যামাইয়ের জিভ কেটে নেন ওই মহিলা ও তার মেয়ে । ফিরে এসে, তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন মুকুল । গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁকে বর্ধমান হাসাপাতালে নিয়ে যাওয়া হয় । পরে সেখান থেকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অর্থের অভাবে ওই তরুণকে কলকাতায় নিয়ে আসতে পারেনি তাঁর পরিবার ।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত দুই মহিলা তন্ত্রসাধনা করে । তন্ত্রসাধনার জন্য তারা এই কাজ করেছে বলে অভিযোগ শ্যামাইয়ের পরিবারের । ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ ।