বিএসএফের (BSF) বিরুদ্ধে মন্তব্য করে হুমকি ফোন পেলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। ফোন মারফত দেওয়া হল ‘প্রাণনাশের’ হুমকি। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উদ্দেশ্য করে কটূ ভাষায় গালিগালাজও শুনতে হল বিধায়ককে। ইতিমধ্যেই সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক।
একটা প্রাইভেট নম্বর থেকে বৃহস্পতিবার রাত ১০ টা বেজে ১০ মিনিট নাগাদ তৃণমূল বিধায়ক উদয়ন গুহের কাছে একটি ফোন আসে। আর সেখানেই তাঁকে হুমকি দেওয়া হয়। বিধায়ক জানান, ‘প্রথমে ইংরাজিতে জানতে চায়, বিধানসভায় কারা বিএসএফ নিয়ে মন্তব্য করেছিলেন। এরপর কে বলছেন জিজ্ঞেস করতেই, দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। দেখুন প্রাইভেট নম্বর তো সবাই পেতে পারেন না। আমার ধারণা এই ঘটনার পেছনে কোন উচ্চপদস্থ হিন্দিভাষী বিধায়ক অথবা সাংসদ রয়েছেন’।
Tathagata Roy: ''আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি', তথাগত রায়ের টুইট
কিছুদিন আগেই বিধানসভায় দিনহাটার বিধায়ক উদয়ন গুহ মন্তব্য করেছিলেন, ‘যারা BSF-র অত্যচার চোখে দেখেনি, তাঁরা কোনোদিনও বিশ্বাস করতে পারবে না। BSF-র ক্ষমতা বাড়িয়ে দ্বৈত শাসন আনার চেষ্টা করছে বিজেপি। সীমান্তবর্তী এলাকায় যারা থাকেন, তাঁদের জিজ্ঞাসা করুন, BSF কী সেটা বুঝে যাবেন।'