দিনহাটা বিধানসভা উপনির্বাচনে বিরাট ব্যবধানে জয় পেলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। দেড় লাখেরও বেশি ব্যবধানে জয় পেলেন এই বর্ষীয়ান তৃণমূল নেতা। তাঁর জয়লাভের এই মার্জিন দিনহাটায় সর্বকালের সেরা। এর আগে তাঁর বাবা কমল গুহ বিরাট ব্যবধানে জয় পেলেও লাখের এই মার্জিন ছুঁতে পারেন নি।
উল্লেখযোগ্যভাবে বিজেপি প্রার্থী অশোক মন্ডল হেরেছেন নিজের বুথে। পাশাপাশি সাংসদ নিশীথ প্রামাণিকের বুথেও শোচনীয় পরাজয় হয়েছে বিজেপি প্রার্থীর।
২০২১ বিধানসভা নির্বাচনে মাত্র ৫৭ ভোটে হেরেছিলেন উদয়ন গুহ। কিন্তু উপনির্বাচনের বাঁশি বাজাতে বাজতেই বলেছিলেন এবার জিতবেন এক লক্ষের বেশি ব্যবধানে। সেই কথাই যেন সত্যি হল ভোটের রেজাল্টে।