corona vaccine: টিকাই করোনাকে হারানোর একমাত্র অস্ত্র। আরও একবার তথ্য ও পরিসংখ্যান দিয়ে জানাল কেন্দ্র। এ ব্যাপারে এপ্রিল থেকে অগস্টের একটি পরিসংখ্যান প্রকাশ্যে এনে কেন্দ্র জানিয়েছে, করোনার প্রথম টিকাই ভাইরাসের (covid 19)মারণ ক্ষমতা ৯৬.৬ শতাংশ কমিয়ে দেওয়ার শক্তি রাখে।
দ্বিতীয় টিকা নেওয়ার পর করোনায় মৃত্যু হওয়ার সম্ভাবনা কমে যায় ৯৭.৫ শতাংশ।কেন্দ্র যে পরিসংখ্যান প্রকাশ করছে, তাতে বলা হয়েছে, এপ্রিল থেকে মে মাসে দেশে করোনার (covid 19) দ্বিতীয় ঢেউ চলাকালীন যাঁদের মৃত্যু হয়েছিল, তাঁদের অধিকাংশেরই টিকা নেওয়া ছিল না।
কেন্দ্রের করোনা টাস্ক ফোর্সের প্রধান ভিকে পল পরিসংখ্যানটির উল্লেখ করে বলেছেন, ‘‘এতে স্পষ্ট টিকাই করোনা থেকে মৃত্যু এড়ানোর সবচেয়ে কার্যকরী উপায়।