চিকিতসকদের চিন্তা বাড়াচ্ছে ডেল্টা প্রজাতি। সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে মহাশক্তিধর এই প্রজাতির সঙ্গে এঁটে উঠতে পারছে না করোনার প্রতিষেধকও।প্রতিষেধক নেওয়ার পর যে অ্যান্ডিবডি শরীরে তৈরি হচ্ছে তা ডেল্টা প্রজাতির বিরুদ্ধে লড়াই ৮ গুণ কম কার্যকর।গবেষণায় দেখা যাচ্ছে ডেল্টা প্রজাতির সংক্রমণ ক্ষমতা অনেকবেশি। করোনামুক্তদের শরীরেও স্বাভাবিক প্রতিরোধক্ষমতা ভেঙে দিতে পারে ডেল্টা প্রজাতি। দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালের তরফে করা এই গবেষণায় ১০০ জনের বেশি স্বাস্থ্যকর্মীদের উপর পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল এই গবেষণায়।তাতে দেখা গেছে টিকা নেওয়ার পরেও যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের শরীরে ডেল্টা প্রজাতির সংক্রমণই বেশি।