রাজ্যে এবার শিশুদের উপর শুরু হবে করোনা টিকার ট্রায়াল ।চলতি সপ্তাহের শেষে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে শুরু হতে চলেছে এই পরীক্ষা। জাইডাস ক্যাডিলা সংস্থার ভ্যাকসিন দিয়ে এই ট্রায়াল হবে। ট্রায়ালে অংশগ্রহণ করবে ১০০ জন। ১৮ বছর পর্যন্ত বয়সীদের উপর এই টিকার ট্রায়াল করা হবে।
ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে শিশুদের জন্য একই নিয়ম প্রযোজ্য থাকবে। শিশুদের ক্ষেত্রেও ৬ মিলিগ্রামের ডোজ দেওয়া হবে ।২৮ দিন পর দেওয়া হবে দ্বিতীয় ডোজ। টিকার প্রথম ডোজ দেওয়ার পর সকলকেই নজরদারিতে রাখা হবে।
পশ্চিমবঙ্গ ছাড়া দেশের অন্যান্য প্রান্তেও শিশুদের উপর ভ্যাকসিনের ট্রায়াল' শুরু হয়েছে। দেশের ৫৪টি কেন্দ্রে, ১৫০০ শিশুর উপর টিকার পরীক্ষা করা হবে।