ভারতের করোনা ভ্যাকসিন(Covid Vaccine) কোভ্যাক্সিন(Covaxin) এবং কোভিশিল্ডকে(Covishield) স্বীকৃতি দিল বিশ্বের ৯৬টি দেশ। এই ৯৬ টি দেশের মধ্যে রয়েছে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, স্পেন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, রাশিয়া এবং সুইৎজারল্যান্ড।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya) এই কথা জানিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO স্বীকৃত আটটি করোনা টিকার তালিকাভুক্ত হয়েছে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন।
Covid-19 Vaccination: কারা এখনও টিকা নেননি, বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবে স্বাস্থ্য দফতর
১০৯ কোটির বেশি মানুষ এক বছরের মধ্যে করোনা টিকা পেয়েছেন ভারতে। আগামী ডিসেম্বরের মধ্যে করোনা টিকার দুটি ডোজের টিকাকরণ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে মোদী সরকার। সেকারণে কয়েকদিন আগে একাধিক রাজ্যের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
কোভ্যাক্সিন -এর দুটি ডোজ নেওয়ার পরও দেশের অনেকেই কাজে বা পড়াশোনার জন্য বিদেশে যেতে পারছিলেন না। কোভ্যাক্সিন হু এর তালিকাভুক্ত হওয়ার পর সেই সমস্যা আর নেই।